বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

জুলাই বিপ্লবের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জামায়াতের

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ২২:০৭

আপডেট: ১৫ জুলাই, ২০২৫ ২২:২৬

শেয়ার

জুলাই বিপ্লবের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জামায়াতের
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, “ছাত্র জনতার জুলাই বিপ্লবে ঢাকার ছানখারপুলে শাহাদাতবরণকারী চট্টগ্রামের লোহাগাড়ার সাহসী সন্তান শহীদ ইশমাম আমাদের গর্ব, আমাদের প্রতিরোধের প্রতীক। শহীদ ইশমামসহ ওই আন্দোলনে জীবন দেওয়া সকল শহীদের পাশে জামায়াতে ইসলামী আজীবন থাকবে।”

মঙ্গলবার (১৫ জুলাই) জামায়াতের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিনি লোহাগাড়ার আমিরাবাদ ও পুটিবিলা ইউনিয়নে পৃথক সমাবেশে এ কথা বলেন। এর আগে তিনি শহীদ ইশমামুল হক এবং চট্টগ্রামে ইসকনের হামলায় নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের খোঁজখবর নেন।

দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ‘জুলাই ঘোষণা’ বাস্তবায়ন জরুরি। একইসঙ্গে ওই সময় সংঘটিত গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “এসব দাবির প্রতি জাতির দৃষ্টি আকর্ষণ করতে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের জাতীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে।”

নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আহ্বান

সমাবেশে চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম বলেন, “চব্বিশের জুলাইয়ের অভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে সম্ভাবনাময় একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু শহীদদের রক্তের মূল্য দিতে হবে উপযুক্ত স্বীকৃতির মাধ্যমে।”

তিনি আরও বলেন, “আমরা হারিয়েছি শহীদ ইশমাম, অ্যাডভোকেট আলিফসহ অনেক তরুণ ও নেতৃত্বশীল ব্যক্তিত্বকে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকেও বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই আত্মত্যাগের ধারাবাহিকতায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।”

স্মরণসভা ও উপস্থিত নেতৃবৃন্দ

শহীদ ইশমামের স্মরণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, ছাত্রশিবিরের সাবেক দক্ষিণ জেলা সভাপতি আইয়ুব আলী, সাবেক সেক্রেটারি আবু সুফিয়ান, আমিরাবাদ ইউনিয়ন আমীর অধ্যাপক মুহাম্মদ হাসান, বটতলি শহর আমীর অধ্যাপক জালাল আহমদ, সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম, দাওয়াহ সম্পাদক মাওলানা ছৈয়দ আহমদ, ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার হোসাইন, শ্রমিকনেতা রফিক দিদার, যুবনেতা আরিফুল্লাহ চৌধুরী, মাস্টার মোহাম্মদ ফারুকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।



banner close
banner close