বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় সমাবেশ সফল করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে শিবগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে পথসভায় পরিণত হয়। এতে পৌর জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
পথসভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌর জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক। বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি আবদুর রউফ, জামায়াত নেতা মাহফুজুর রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, আগামী ১৯ জুলাই ঘরে বসে থাকার সময় নয়। এদিন ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে। দেশের চলমান সংকট উত্তরণে জাতীয় ঐক্য গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। জাতীয় সমাবেশকে সফল করতে তৃণমূল থেকে সর্বস্তরের নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও বক্তারা জানান। অনুষ্ঠানটি স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:








