বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ১৯:৪১

আপডেট: ১৫ জুলাই, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও গোপন অপতৎপরতার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে তারা দেশে ‘গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা’ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানায়।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে শহরের কাশিনাথ রোড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি এম সাইফুর রহমান সড়ক হয়ে কুসুমভাগ পয়েন্টে গিয়ে এক প্রতিবাদী পথসভায় শেষ হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ও শাফিউল ইসলাম জুসেফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মাছুম ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী। বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, আব্দুল হান্নান, গাজী জাবেদ, আব্দুল মুমিন, আমিরুল ইসলাম সাহেদ, নুরুল ইসলাম, দেলোয়ার আহমেদ, মনসুর আহমেদ, রুমান আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল প্রমুখ।

এছাড়াও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন—কুলাউড়া উপজেলা আহ্বায়ক রেজাউল ইসলাম ভূঁইয়া খোকন ও সদস্য সচিব ইমন, বড়লেখা উপজেলা আহ্বায়ক রায়হান মুজিব ও সদস্য সচিব আব্দুল মালিক, জুড়ী উপজেলা আহ্বায়ক দিবাকর দাস ও সদস্য সচিব সাইফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক বেলাল আহমেদ ও সদস্য সচিব তৈয়ব আহমেদ, কমলগঞ্জ উপজেলা আহ্বায়ক জমির হোসেন ও সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিক আহমেদ, সুমন আচার্য্য, জুয়েল আহমেদ, রুয়েল আহমেদ, মফিজ আহমেদ, সামছুল ইসলাম, সেজিম আহমেদ, শেখ মহসিন ও রাজনগর উপজেলার কাওছার আহমেদ এবং সুহেল আহমদ।

বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা ও পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।



banner close
banner close