সাভার পৌরসভায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। তিনি বলেন, “যারা সাভারের শান্তি নষ্ট করতে চায়, তারা সাভারের শত্রু, জনগণের শত্রু।”
সোমবার (১৪ জুলাই) রাতে ছায়াবীথি এলাকায় নিজ বাসভবনে আয়োজিত জাগ্রত সোসাইটির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন খোরশেদ আলম বলেন, “সাভারকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে হলে মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
নৈশপ্রহরীদের উদ্দেশে তিনি বলেন, “রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। যাতে কোথাও কোনো অপরাধ সংগঠিত হতে না পারে। আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। কারণ সাভার আমার জন্মস্থান—আমি সাভারের সন্তান।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত সোসাইটির সভাপতি কায়কুবাদ মো. শরিফুজ্জামান। উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রাকিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
আরও পড়ুন:








