বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

কুমিল্লায় ভুয়া সিআইডি সেজে ডাকাতি, শ্রমিকদল নেতা সোহেলসহ আটক ৫

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ২২:২৭

শেয়ার

কুমিল্লায় ভুয়া সিআইডি সেজে ডাকাতি, শ্রমিকদল নেতা সোহেলসহ আটক ৫
ছবি বাংলা এডিশন

কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয়ে ডাকাতির সময় পৌর শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সিসহ প্রতারকচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন—চান্দিনা পৌর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ড সভাপতি সোহেল মুন্সি (৩৯), সোহাগ আহমেদ (৩৫), মো. রাসেল মিয়া (২৯), মো. হানিফ (২৭) ও মো. ফয়সাল (২৭)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গত ১১ জুলাই মালয়েশিয়া প্রবাসী সোহেল সরকার তার শ্বশুরবাড়ি চান্দিনার ছায়কোট এলাকায় আসেন। ১৩ জুলাই দুপুর দেড়টার দিকে ৫-৬ জন যুবক সিআইডি পরিচয়ে তার বাড়িতে গিয়ে তাকে আটক করে। পরে তারা ঘরে থাকা প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন, একটি স্মার্টফোন এবং প্রবাসীকে তুলে নিয়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় নিয়ে গিয়ে তারা প্রবাসীর স্ত্রীর কাছে ফোন করে ২ লাখ টাকা দাবি করে। প্রবাসীর স্ত্রী তৎক্ষণাৎ সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনী প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। ওইদিনই সেনাবাহিনীর সদস্যরা ভুয়া সিআইডি সদস্যদের কবল থেকে প্রবাসীকে উদ্ধার করে এবং সোহেল মুন্সিসহ দুইজনকে আটক করে। পরে থানা পুলিশের অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা সকলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।



banner close
banner close