বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা শামস খান গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ১৮:৪৫

শেয়ার

বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা শামস খান গ্রেফতার
ছবি বাংলা এডিশন

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর তাকে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, তারেক শামস খান হিমু টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত হুমায়ন খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীক নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তার নামে নাগরপুর থানায় মামলা হয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থাকার পর আজ সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। নাগরপুর থানা পুলিশ বেলা ৩টার দিকে তারেক শামস হিমুকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close