বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
সোমবার দুপুরে সাভারে জুলাই ও আগস্ট মাসে বিভিন্ন স্থানে গুলিতে নিহত ছাত্রদের স্মরণে নির্মিত ‘শহীদ চত্বর’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
চত্বর উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা জানান, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় কোটা সংস্কার এবং সরকারের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজপথে সক্রিয় ছিল। এ আন্দোলনের মধ্যেই বহু মেধাবী ছাত্রের রক্ত ঝরেছে।
তাদের একজন মালয়েশিয়ার টুংকু আবদুর রহমান ইউনিভার্সিটির সফটওয়্যার প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সাভারের ডেইরি ফার্ম এলাকার বাসিন্দা শহীদ শ্রবণ গাজী।
গত ৫ জুলাই বন্ধুদের ফোন পেয়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। সেখান থেকে বৈষম্যবিরোধী ও কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে অন্যান্য ছাত্রদের সঙ্গে মিছিল নিয়ে ঢাকার দিকে রওনা হন।
সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের উপস্থিতিতে মিছিলটি হামলার শিকার হয়।
সেখানে গুলিবিদ্ধ হন শ্রবণ গাজী। মুমূর্ষু অবস্থায় তাকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একইভাবে নিহত হন নাফিসা, মারুফ ও মুন্না নামের আরও তিন আন্দোলনকারী। তাদের স্মরণেই ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 'শহীদ চত্বর' স্থাপন করা হয়।
চত্বর উদ্বোধনের সময় ডা. সালাউদ্দিন বাবু বলেন, “জুলাই ও আগস্টে যারা শহীদ হয়েছেন, বিএনপি সবসময় তাদের পরিবারের পাশে থাকবে। আমরা ক্ষমতায় গেলে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করব।”
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, স্থানীয় নেতাকর্মী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








