চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় র্যাবের অভিযানে ৩৯ কেজি গাঁজা ও নগদ অর্থসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাফর আহমেদ।
র্যাব-৭ এর হাটহাজারী, ফেনী ও চান্দগাঁও ক্যাম্পের যৌথ অভিযানে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দগাঁও এলাকায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ গাঁজা ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন— সাগর সর্দার, রুবেল সর্দার ও শাহাদাত হোসেন রিপন—তিনজনই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
র্যাব-৭-এর স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেফতারের ঘটনায় জড়িত জাফর আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:








