বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ও অবমাননাকর স্লোগানের প্রতিবাদে এবং দলটির বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ ও ‘রাজনৈতিক হয়রানির’ অভিযোগ তুলে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। একইসঙ্গে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর দিয়ে আঘাত করে মাথা থেঁতলে নির্মম হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
রবিবার (১৩ জুলাই) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সামনে সবুজ চত্বরে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন।
পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইবি রোড, বড়পুল, এসএস রোড, বড় বাজার হয়ে বাজার স্টেশন রোড প্রদক্ষিণ করে মুক্তির সোপানে গিয়ে শেষ হয়।
সমাপনী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।
বক্তারা অভিযোগ করে বলেন, “সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরিকল্পিতভাবে তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগান ছড়ানো হচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।”
তারা দ্রুত মিটফোর্ড হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দেশের জনগণকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন:








