বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

বাঁশখালীতে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না: জামায়াত নেতা অধ্যক্ষ জহিরুল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ০৯:৩৯

শেয়ার

বাঁশখালীতে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না: জামায়াত নেতা অধ্যক্ষ জহিরুল
ছবি সংগৃহীত

আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জাতীয় সমাবেশকে সফল করতে বাঁশখালীতে আয়োজিত হলো বিশাল গণমিছিল ও সমাবেশ। শনিবার বিকেলে জামায়াতে ইসলামী, বাঁশখালী দক্ষিণ শাখার উদ্যোগে চাম্বল বাজারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণমিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক। সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহ।

সমাবেশের প্রধান মেহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, "বাঁশখালীতে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। বাঁশখালীকে কারও হাতে লিজ দেওয়া হয়নি। এ দেশ শান্তিপ্রিয় মানুষের দেশ, কোনো ফ্যাসিস্ট কিংবা চাঁদাবাজের নয়। জনগণের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।"

তিনি আরও বলেন, "সম্প্রতি আমাদের এক সোহাগ ভাইকে পাথর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে দেশজুড়ে ছাত্রজনতা জেগে উঠেছে। যারা এক সময় আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিরোধ করেছে, তারাই আজ নব্য ফ্যাসিস্টদেরও রুখে দিবে।"

তিনি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের বারবার উচ্চারিত আহ্বান তুলে ধরে তিনি বলেন, "এদেশে দশতলা-গাছতলার ব্যবধান দূর করে জামায়াতে ইসলামী গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চায়।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, জিএম সাইফুল হক মিনার, সৈয়দ মর্তুজা আলী, আব্দুল জলিল মানিক, মাস্টার ইমরান বাচ্চু, রবিউল আলমসহ দক্ষিণ বাঁশখালীর জামায়াত নেতৃবৃন্দ।



banner close
banner close