বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

সাভারে চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপি ও ছাত্র-জনতার বিক্ষোভ

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ০৮:২৩

শেয়ার

সাভারে চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপি ও ছাত্র-জনতার বিক্ষোভ
ছবি সংগৃহীত

সাভারের ইয়ামিন চত্বরে মিটফোর্ড হাসপাতালের ব্যবসায়ী সোহাগ হত্যাসহ সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ছাত্র-জনতা।

শনিবার (১২ জুলাই) বিকেলে সাভারের পাকিজা ফ্যাশনের সামনে ইয়ামিন চত্বরে এ বিক্ষোভের আয়োজন করা হয়। মিছিলটি ইয়ামিন চত্বর থেকে শুরু হয়ে সাভার সিটি সেন্টার হয়ে আবার ইয়ামিন চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা বলেন, “প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা, খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এসব বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন—

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলা কমিটির সদস্য সচিব মাহিদ হাসান রাফসান, থানা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান মুন্না, সদস্য সচিব মো. মাহফুজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুম, ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের নেতৃবৃন্দ, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক সেঁজুতি, এবং এনসিপির সাভার উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক জুলকারনাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দ্রুত বিচার, সন্ত্রাসী কার্যকলাপ দমনে প্রশাসনের সক্রিয়তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।



banner close
banner close