বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

চাঁদাবাজদের ভয়ে চলছে পুলিশ প্রশাসন: বাগেরহাটে নাহিদ ইসলাম

বাগেরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ২২:২৯

শেয়ার

চাঁদাবাজদের ভয়ে চলছে পুলিশ প্রশাসন: বাগেরহাটে নাহিদ ইসলাম
ছবি সংগৃহীত

পুলিশ প্রশাসন এখনো চাঁদাবাজদের ভয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার রেলরোড এলাকায় এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাফিয়ার রাজনীতির বিরুদ্ধে কথা বলি। পুলিশ প্রশাসন জনগণের নয়, এখনো দখলদারদের ভয়ে চলছে। তারা যদি দলবাজ আচরণ চালিয়ে যায়, তবে তাদের পরিণতি হবে ফ্যাসিস্ট আমলের প্রশাসনের মতো।”

তিনি বলেন, “এক বছর আগেও আমরা রাজপথে ছিলাম, এখনো আছি। কারণ চাঁদাবাজদের রুখতে না পারলে প্রকৃত পরিবর্তন আসবে না। জনগণকে ঐক্যবদ্ধভাবে এ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”

বাগেরহাটের সড়ক ব্যবস্থার দুরবস্থা, স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনাকেও তীব্রভাবে সমালোচনা করেন তিনি। এ সময় আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে ‘চাঁদাবাজ-মাফিয়ার বিরুদ্ধে মুক্তির ইশতেহার’ শীর্ষক সমাবেশে বাগেরহাটবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা।

এর আগে এনসিপি নেতারা ফকিরহাটের কাটাখালী মোড় ও রামপালের ফয়লা এলাকায় জনসভায় অংশ নেন। প্রতিটি সমাবেশে ছিল ব্যাপক জনসমাগম।



banner close
banner close