বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

উখিয়ায় ইউপি সদস্য কামাল হত্যা: পূর্ব বিরোধের জেরে ৮ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ২০:৫৭

শেয়ার

উখিয়ায় ইউপি সদস্য কামাল হত্যা: পূর্ব বিরোধের জেরে ৮ জনের বিরুদ্ধে মামলা
ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন হত্যাকাণ্ডে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের ভাই। বৃহস্পতিবার (১০ জুলাই) উখিয়া থানায় শাহাব উদ্দিন বাদী হয়ে এ হত্যা মামলা করেন।

মামলায় নাম উল্লেখ করা হয়েছে—আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান ও শরিফুল হক নাহিদ—এবং অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা সবাই জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার বাসিন্দা। এর মধ্যে ছয়জন ২০১৯ সালে নিহত কামালের বড় ভাই জসিম উদ্দিন হত্যা মামলারও আসামি ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

৮ জুলাই মনখালীর একটি ছরা থেকে কামালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন আগে ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে অপহরণের পর তাকে শ্বাসরোধ করে ও গলা ভেঙে হত্যা করা হয়েছে। এর পেছনে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ও রাজনৈতিক শত্রুতা দায়ী বলে তারা মনে করেন।

ভাই শাহাব উদ্দিন বলেন, “কামাল একজন সৎ ও সমাজসেবী মানুষ ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং দ্রুত আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জোরালো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।



banner close
banner close