বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

কুড়িগ্রামে জামায়াতের মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

সুজন মাহমুদ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ১৬:৪৯

শেয়ার

কুড়িগ্রামে জামায়াতের মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
ছবি বাংলা এডিশন

কুুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মুকুল কে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানার পুলিশ।

রাজীবপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় হামলা ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রফিকুল ইসলাম মুকুল কে সেই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলা চর রাজীবপুর বটতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রাজীবপুর থানা ও মামলা সূত্রে জানা গেছে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী স্থানীয় আ'লীগ নেতা কর্মীরা উপজেলা শহরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই ঘটনার স্থানীয় এক জামায়াত কর্মী বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

আটকের সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, আটককৃত আসামী কে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close