বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

ঝিনাইদহে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচির উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ১৬:৩০

শেয়ার

ঝিনাইদহে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচির উদ্বোধন
ছবি সংগৃহীত

ঝিনাইদহে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচি শুরু হয়েছে।এতে দুই লাখেরও বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

১২ জুলাই শনিবার সকালে ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ কর্মসুচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ- সভাপতি শেখ আব্দুল হালিম খোকন ।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,আবু সাঈদ, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেকুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলটির নেতৃবৃন্দ জানায়, ঝিনাইদহের ৬৭ ইউনিয়নের প্রতিটিতে ১৮০০ করে এবং ৬টি পৌরসভার ৫৪টি ওয়ার্ডে ৯৭ হাজার দুই'শ সদস্য সংগ্রহ করা হবে। সব মিলিয়ে জেলায় মোট দুই লাখ ১৭ হাজার ৮০০ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্র রয়েছে।



banner close
banner close