বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

সংখ্যানুপাতিক পদ্ধতি গণতন্ত্রের জন্য পিছিয়ে পড়া সংস্কৃতি: খোকন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ২২:০৫

শেয়ার

সংখ্যানুপাতিক পদ্ধতি গণতন্ত্রের জন্য পিছিয়ে পড়া সংস্কৃতি: খোকন
ছবি সংগৃহীত

নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচনে অংশ নিয়ে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তারাই সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন চায়। এ পদ্ধতিতে সরাসরি ভোটে প্রার্থী নির্বাচন করার সুযোগ থাকে না, বরং দলীয়ভাবে নির্ধারিত তালিকা অনুযায়ী প্রতিনিধি নির্বাচন হয়—যা গণতন্ত্রবিরোধী ও পিছিয়ে পড়া একটি সংস্কৃতি।

তিনি বলেন, “যেমন ইভিএম ভোট চুরির মেশিন হিসেবে পরিচিত, তেমনি পিআর পদ্ধতিও বিতর্কিত। দেশের অনেক নেতাই জানেন না এই পদ্ধতির প্রকৃতি। তারা নতুন করে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করতে চায়, কারণ জানে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে।”

শুক্রবার (১১ জুলাই) বিকেলে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির আয়োজনে দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ভিপি জলিল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, আমিনুল হক বাচ্চু, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



banner close
banner close