বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

ভূঞাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ২১:৫০

আপডেট: ১১ জুলাই, ২০২৫ ২১:৫২

শেয়ার

ভূঞাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পর্যায়ের কর্মী সম্মেলন। ইসলামী আদর্শ বাস্তবায়নে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় উপজেলার গোবিন্দাসী বাজারে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর গোবিন্দাসী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. ইসমাইল হোসেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা কর্ম পরিষদের সদস্য ডা. মো. আতাউর রহমান, মাওলানা আব্দুস সালাম ও ভূঞাপুর উপজেলা আমির মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করে জনমানুষের মাঝে ইসলামী আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে। পাশাপাশি সময়োপযোগী কর্মকৌশলের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাও জরুরি বলে তারা মত দেন।



banner close
banner close