বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

দ্রুত নির্বাচনের দাবি রিজভীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১২:৫২

শেয়ার

দ্রুত নির্বাচনের দাবি রিজভীর
ছবি: সংগৃহীত

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে এসব কথা জানান তিনি।

রিজভী বলেন, ‘এখণ ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবাড় ফুঁসে উঠবে।’

এসব দোসরদের বিচারে অন্তবর্তী সরকারকে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপি সংস্কারবিরোধী নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায় ।



banner close
banner close