“নারীরা শুধু ঘর নয়, রাষ্ট্রও সামলায়”—এ মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, “আমরা নারীরা শুধু পুরুষের মতো রাজনীতি করি না, আমরা সংসার পরিচালনা করি, সন্তান মানুষ করি, আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই।”
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক জনসভা ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, “একজন নারী ঘর সামলানোর পাশাপাশি দেশের প্রয়োজনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে জানে। এটাই আমাদের রাজনৈতিক শক্তির মূল ভিত্তি।”
সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার খান, উপজেলা মহিলা দলের সভাপতি অন্তরা চৌধুরী।
সভার সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম ভূঁইয়া।
সমাবেশে নারী অধিকার, সাংগঠনিক শক্তি এবং সরকারের বিরুদ্ধে চলমান কর্মসূচি নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সমাবেশে নারী নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়।
আরও পড়ুন:








