বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানে গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ১০:০৪

শেয়ার

জুলাই গণঅভ্যুত্থানে গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসি
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন দমনে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার ও হত্যার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া ফোন কলগুলোর একটির অডিও যাচাইয়ের ভিত্তিতে নিশ্চিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, গেলো বছর ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার আশ্রয় নিতে নিরাপত্তা বাহিনীকে তিনি নিজেই অনুমতি দেন।

অনুমতি ছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার এবং দেখামাত্র গুলি করাসহ যে কোনো ব্যবস্থা নেয়ার। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এক হাজার ৪০০ এর বেশি মানুষ নিহত হয় সে সময়।

বিবিসির অনুসন্ধানী দল বলছে, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোনালাপের রেকর্ডিং ব্যবহারের পরিকল্পনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা।



banner close
banner close