বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

শেখ হাসিনা পরিবারের সম্পদের তথ্য যথাসময়ে না পাওয়ায় বিলম্বিত হচ্ছে তদন্ত: দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১৭:৫৩

শেয়ার

শেখ হাসিনা পরিবারের সম্পদের তথ্য যথাসময়ে না পাওয়ায় বিলম্বিত হচ্ছে তদন্ত: দুদক
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের দালিলিক তথ্য প্রমাণ যথাসময়ে না পাওয়ায় অনুসন্ধান ও তদন্ত বিলম্বিত হচ্ছে। এমনটা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুদক মহাপরিচালক বলেন, শেখ পরিবারের বিরুদ্ধে আরও বেশ কিছু অনুসন্ধান চলমান। আইনে থাকা সময়ের মধ্যেই দুদক প্রতিবেদন কমিশনে জমা দেবে। পাশাপাশি পলাতকদের ফিরিয়ে আনা, অনুসন্ধান ও বিচার কাজ চলমান থাকবে বলেও জানান তিনি।

এদিকে, কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ এবং হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজের মালিক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক অনুসন্ধানে নেমেছে বলে জানান আক্তার হোসেন।



banner close
banner close