বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর আলম

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১৪:৫৪

শেয়ার

টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর আলম
ছবি সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা আটটি মামলায় টানা ২১ দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরওয়ার জানান, গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিন এবং পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোট ২১ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তায় জাফর আলমকে আদালতে আনা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

জানা গেছে, গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল জাফর আলমকে গ্রেপ্তার করে। এরপর আদালতের আদেশে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ১৬ জুন সড়কপথে তাকে কক্সবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয় এবং ১৮ জুন রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হয়।

উল্লেখ্য, জাফর আলম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। এর আগে তিনি ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র এবং ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন।



banner close
banner close