বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১৩:২৪

শেয়ার

বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার ( জুলাই) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয় বলে জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি বলেন, আজ বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, . আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

এর আগে, বৃহস্পতিবার (২৬ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

ওইদিন সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয় বলে জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, বেলা ১১টায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার গুলশান কার্যালয়ে আসেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন।



banner close
banner close