বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

কক্সবাজার সফরে আসছেন নাহিদ-হাসনাত-সারজিস, এনসিপিতে প্রচারণার জোয়ার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১২:২৮

শেয়ার

কক্সবাজার সফরে আসছেন নাহিদ-হাসনাত-সারজিস, এনসিপিতে প্রচারণার জোয়ার
ছবি বাংলা এডিশন

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই কক্সবাজার সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতারা। সফরসঙ্গীদের মধ্যে থাকছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা প্রমুখ।

এই সফর ঘিরে কক্সবাজারে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সদ্য গঠিত রাজনৈতিক দলটির নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক প্রচারণা। ইতোমধ্যে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া ও উখিয়ায় প্রচারপত্র বিলি করছেন এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজা উদ্দিন জানান, “এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। পদযাত্রার মাধ্যমে আমরা সেই সাহসী ছাত্র-জনতার কণ্ঠ শুনতে চাই যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন।”

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা আসিফ বাপ্পী বলেন, “আমরা জানতে চাই—জনগণ কেমন বাংলাদেশ চায়, তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী।”

জেলার সংগঠক খালিদ বিন সাঈদ জানান, “এই পদযাত্রা বক্তৃতানির্ভর কোনো প্রচার কর্মসূচি নয়, বরং দেশের তরুণ, প্রান্তিক ও বঞ্চিত জনগণের জীবনসংগ্রামের গল্প শুনে রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা গঠনের প্রয়াস।”

এনসিপির কেন্দ্রীয় নেতাদের এই সফর দেশের দক্ষিণাঞ্চলে দলটির সংগঠন সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।



banner close
banner close