বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ : নাহিদ ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১৯:১২

আপডেট: ৬ জুলাই, ২০২৫ ২১:২৩

শেয়ার

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ : নাহিদ ইসলাম
ছবি বাংলা এডিশন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, বোমা বিস্ফোরণ ঘটায়। আমরা এসব আগ্রাসন আর মেনে নেব না।

দেশ গড়তে জুলাই পদযাত্রার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, আজ সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পাঁয়তারা করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয় এবং সীমান্তে আমাদের ভাইদের হত্যার চেষ্টা চালানো হয়, তাহলে আমরা সীমান্তে লংমার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।

পথসভা পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের শান্তিমোড় এলাকা থেকে শুরু হয়ে পৌর এলাকার বাতেন খাঁ মোড়, নিমতলা, বড় ইন্দারা মোড় ও গাবতলা মোড় প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় পথসভা, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়কারী মো. আলাউল হক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন ঘটলেও এখনও অনেক জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাফিয়া সিন্ডিকেট সক্রিয় রয়েছে। গত এক বছরে জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তনের স্বাদ পায়নি। বক্তারা মনে করেন, শুধুমাত্র সরকারের পরিবর্তন নয়—প্রয়োজন সিস্টেমের পরিবর্তন। দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়াচক্রকে সমূলে উৎপাটন না করা পর্যন্ত দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

তারা বলেন, এই পরিবর্তনের জন্য প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ। দেশকে ভালোবাসতে হলে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য তারা বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত দেশ গঠনের প্রত্যয় ঘোষণা করেন।

বক্তারা আরও জানান, আগামী ৩ আগস্ট পর্যন্ত এনসিপি সারাদেশে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবে। ওইদিন দলীয়ভাবে একটি জাতীয় ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে বিচার, সংস্কার ও দেশ পূনর্গঠনের রূপরেখা প্রকাশ করা হবে। সেই পর্যন্ত সকল নাগরিককে চাঁদাবাজি, সন্ত্রাস ও বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থাকার আহ্বান জানানো হয়।



banner close
banner close