বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১৭:১৫

আপডেট: ২ জুলাই, ২০২৫ ১৭:১৫

শেয়ার

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার সোহেল হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া কাফরুল থানার আতিক হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখান।

পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড় সংলগ্ন ময়ূর ভিলার সামনে ছাত্র জনতার সঙ্গে মো. সোহেল রানা আন্দোলনে অংশ নেন। তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় সোহেলের উরুতে গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরবর্তী সময়ে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ১১ জুন মামলা দায়ের করেন সোহেল রানা।

কাফরুল থানার মামলার বিবরণী থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর তার আত্মীয় আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন।



banner close
banner close