বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে একমত জামায়াত ও গণ অধিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ০৭:১০

শেয়ার

সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে একমত জামায়াত ও গণ অধিকার
ছবি:সংগৃহীত

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের (পিআর) বিষয়ে একমত হয়েছে জামায়াতে ইসলামী গণ অধিকার পরিষদ। মঙ্গলবার ( জুলাই) দুই দলের মতবিনিময় শেষে যৌথ ব্রিফিংয়ে তথ্য জানানো হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে দুই দলই একমত হয়েছি। সামনে এটি অর্জনে উভয় দলই ভূমিকা রাখবে। সময় জামায়াত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে। ফলে আগামী নির্বাচন এই পদ্ধতিতে হবে বলে আশা করছি। অন্যথায় এটি আদায় করতে আমরা চেষ্টা চালিয়ে যাব।

গণ অধিকারের সভাপতি নুরুল হক নুর বলেন, স্থানীয় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ অনেকদিন ধরে কথা বলে আসছে। এটি নিয়ে দুই দলের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া, চলমান পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে।



banner close
banner close