বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

ইরান-ইসরায়েল যুদ্ধের চেয়েও বেশি মানুষকে হত্যা করেছে হাসিনা

ইসমাইল সরদার

প্রকাশিত: ১ জুলাই, ২০২৫ ২১:৩২

আপডেট: ১ জুলাই, ২০২৫ ২১:৩৪

শেয়ার

ইরান-ইসরায়েল যুদ্ধের চেয়েও বেশি মানুষকে হত্যা করেছে হাসিনা
ছবি: বাংলা এডিশন

জুলাই-আগস্টের রক্তক্ষয়ী সংগ্রামে জাতি নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। এই ঐতিহাসিক বিজয়ে ছাত্র-জনতা থেকে শুরু করে সকল পেশাজীবীর ছিল অসাধারণ ভূমিকা। তাদের অসীম সাহস, ত্যাগ ও ঐক্যের ফলেই এসেছে এই বিজয়।

শুধু ৩৬ দিনের মধ্যেই স্বৈরাচারের দমন পীড়নে প্রাণ হারিয়েছে দেড় হাজারেরও বেশি নিরীহ মানুষ। আহত হয়েছেন অন্তত ৪০ হাজার। এই রক্তদানের মধ্য দিয়েই রচিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার গল্প।

মঙ্গলবার জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে রাজধানীর উত্তরায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ‘৩৬ দিনে শেখ হাসিনার হাতে নিহতের সংখ্যা ইরান-ইসরায়েল যুদ্ধের চেয়েও বেশি।’

এ সময় শহীদ ও আহত পরিবারের কল্যানে একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান এই জামায়াত নেতা। তিনি আরও‌ বলেন, ‘চলমান পরিস্থিতিতে ইউনূস সরকার ব্যর্থ হলে, ব্যর্থ হবে রাষ্ট্র।’

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম উদ্দিন বলেন, তার দল আগামী সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন চায়।



banner close
banner close