বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

ইরান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করল জামায়াতের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১৬:৪০

আপডেট: ৩০ জুন, ২০২৫ ১৬:৪১

শেয়ার

ইরান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করল জামায়াতের প্রতিনিধি দল
ছবি বাংলা এডিশন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও নিহতদের স্মরণে ঢাকাস্থ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ দূতাবাসে পৌঁছে মান্যবর ইরানি রাষ্ট্রদূত মি. মানসুর চাভোসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জামায়াতের প্রতিনিধি দল যুদ্ধবাজ ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং ইরানি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, এই বর্বর হামলায় ইরানের অনেক সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছেন, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ।

ডা. তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একইসঙ্গে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইরানি রাষ্ট্রদূত মি. মানসুর চাভোসি জামায়াতের এই সংবেদনশীল অবস্থান ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

প্রতিনিধি দল আশা প্রকাশ করে, ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও ভ্রাতৃসুলভ বন্ধন আরও সুদৃঢ় হবে।



banner close
banner close