বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৩:৩৬

শেয়ার

সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার ব্যর্থ হওয়ায় আগামী আগস্ট এনসিপি জুলাই ঘোষণাপত্র দেবে বলে জানিয়েছেন তিনি।

আজ রবিবার সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঘোষণা দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে।

এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই জুলাই ঘোষণাপত্র ইশতেহার দেবে এনসিপি।

এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশেদেশ গড়তে জুলাই পদযাত্রাকর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ৩০ জুলাই পর্যন্ত কর্মসূচি পালন করবে দলটি।

সংবাদ সম্মেলন শেষে নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, থেকে ৩০ জুলাইদেশ গড়তে জুলাই পদযাত্রাকর্মসূচি পালন করা হবে। ১৬ জুলাইবৈষম্যবিরোধী শহীদ দিবসউপলক্ষে দোয়া মাহফিল স্মরণসভা করবে এনসিপি। আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ করা হবে। আগস্টছাত্র-জনতার মুক্তি দিবসউদযাপন করবে এনসিপি।

তিনি বলেন, বিচার, সংস্কার নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে যাবে জুলাইয়ের বার্তা। বাংলাদেশ পুনর্গঠনের আকাঙ্ক্ষায় সারা দেশ পদযাত্রা শেষে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র ইশতেহার পাঠ হবে। আমরা আসছি ৬৪ জেলায়। শহর থেকে গ্রামে। শহীদের কবরের কাছে।



banner close
banner close