চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক লাইভে রক্তমাখা একটি ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেয়ায় এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার জাফতনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্ৰেফতার করা হয়।
গ্ৰেফতারকৃত মোঃ আলমগীর হোসেন (৪৮) উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায়, গত শুক্রবার রাতে আ'লীগ কর্মী আলমগীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে রক্তমাখা একটি ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে চট্টগ্রামের আঞ্চলিক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিভিন্ন ধরণের ক্ষোভ প্রকাশ করেন। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান অনেকে।
এ আওয়ামীলীগ কর্মীকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ।
আরও পড়ুন:








