বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

দুর্নীতির মামলায় স্বস্ত্রীক খালাস পেলেন বিএনপি নেতা দুলু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ১৪:০৭

শেয়ার

দুর্নীতির মামলায় স্বস্ত্রীক খালাস পেলেন বিএনপি নেতা দুলু
ছবি: সংগৃহীত

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ রায় দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

দুলুর আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত খালাস দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ৫ কোটি ১ লাখ ৩১ হাজার ৭৭৩ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে ২০০৭ সালের ১৯ এপ্রিল স্ত্রীসহ দুলুর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মাহফুজা।

তদন্ত শেষে একই বছরের ১৯ জুলাই তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক নূর জাহান।



banner close
banner close