শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করা হবে;জামায়াতে ইসলামীকে সিইসি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন, ২০২৫ ১৫:০২

আপডেট: ২ জুন, ২০২৫ ১৫:০৪

শেয়ার

উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করা হবে;জামায়াতে ইসলামীকে সিইসি 
সংগ্রহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে জামায়াতের নিবন্ধনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের নিবন্ধনের বিষয়ে ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছে। একই সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের দলের নিবন্ধন ও প্রতীক যেটা ছিল সেটাই থাকবে।

তিনি আরও বলেন, ‘’রায়ের পরিপেক্ষিতে আমাদের দলের নিবন্ধন ফিরে পেয়েছি। দলীয় প্রতীক দাঁড়িপাল্লাও আমাদের থাকবে। আপিল বিভাগের এই নির্দেশনার মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, ন্যায়বিচার পেয়েছি।‘’

এছাড়াও হামিদুর রহমান আজাদ বলেন, ‘’আজ আমরা ছয় সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠক করেছি। নিবন্ধনের বিষয়ে উচ্চ আদালতের দেওয়া রায়ের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন উচ্চ আদালতের রায় বাস্তবায়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন, উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করা হবে।‘’

এ সময় জামায়াত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মতিউর রহমান আকন, মোবারক হোসাইন, অ্যাডভোকেট জসীমউদ্দীন ও আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।



banner close
banner close