শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ফের অবরুদ্ধ নগর ভবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন, ২০২৫ ১৪:১৯

শেয়ার

ফের অবরুদ্ধ নগর ভবন
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আবারো অবস্থান কর্মসূচি চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে। আন্দোলনকারীরা মূল ফটকসহ গুরুত্বপূর্ণ নাগরিকসেবা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এতে বন্ধ রয়েছে সকল ধরনের নাগরিকসেবা। কর্মবিরতিতে রয়েছেন শ্রমিক ও কর্মচারীরাও।

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগান নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন। পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন, ফলে ভবনটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

এ সময় আন্দোলনকারীরা স্লোগান দেন, ‘ইশরাক তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানবো না, ইশরাক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে’।

প্রধান ফটকে তালা লাগানো থাকায় নগর ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাপ্রত্যাশীরা। ফলে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম ও মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব ধরনের নাগরিকসেবা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।



banner close
banner close