বৃহস্পতিবার

২৯ মে, ২০২৫
১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
২ , ১৪৪৬

মমতাজকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ফের ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ১৫:৫৯

শেয়ার

মমতাজকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ফের ডিম নিক্ষেপ
মমতাজকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ফের ডিম নিক্ষেপG

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে বহনকারী প্রিজনভ্যানকে লক্ষ্য করে ফের ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ স্থানীয় ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের।

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এড়াতে আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় ৪ দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে।

সিংগাইরে ফোর মার্ডারসহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ ‍চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজকে। সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা হিসেবে মমতাজকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিনা না মঞ্জুর করেন।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আদালতে তোলা হয়েছে। হাজিরা শেষে হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় দুদিনের রিমান্ড ও সিংগাইরে ফোর মার্ডার মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুদিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হবে।

হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় চারদিনের জন্য রিমান্ডে নেওয়া হবে।

banner close
banner close