সোমবার

২৬ মে, ২০২৫
১১ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৮ জিলক্বদ, ১৪৪৬

সিরাজগঞ্জে ৭০০ রিকশা শ্রমিককে লাইসেন্স করে দিলেন জামায়াত নেতা মিজানুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ১৯:০৫

শেয়ার

সিরাজগঞ্জে ৭০০ রিকশা শ্রমিককে লাইসেন্স করে দিলেন জামায়াত নেতা মিজানুর রহমান
ছবি : বাংলা এডিশন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাদপুর উপজেলা শাখার আমির ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান নিজ উদ্যোগে ও খরচে ৭০০ গরিব রিকশা শ্রমিকের লাইসেন্স নবায়ন করে দিয়ে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অধ্যাপক মিজানুর রহমান এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অসহায় রিকশাচালকদের লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন করেন। এতে পৌরসভার নির্ধারিত নিয়ম মেনে সকল প্রক্রিয়ার খরচ বহন করেন তিনি নিজেই।
রোববার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিজানুর রহমান বলেন, “জামায়াতে ইসলাম সব সময় গরিব-দুঃখীদের পাশে থেকে কাজ করে। আমরা দখলবাজি, হানাহানি কিংবা লুটপাটে বিশ্বাস করি না। আমাদের মূলনীতি হলো সেবামূলক রাজনীতি।”
শ্রমিকদের অনেকে জানান, অতীতে কোনো রাজনৈতিক নেতা এভাবে সহযোগিতা করেননি। একজন শ্রমিকের ভাষায়, “আমাদের কষ্ট বুঝে এমন সহানুভূতিশীল মানুষ আমরা আগে পাইনি। এই কারণে আমরা তাকে আগামী নির্বাচনে দেখতে চাই।”
জামায়াতের স্থানীয় রোকন আলামিন সরকার বলেন, “অধ্যাপক মিজানুর রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার এই মানবিক কাজ চলমান থাকবে।”
এ ধরনের উদ্যোগ রাজনৈতিক প্রচারণার পাশাপাশি সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

banner close
banner close