রবিবার

২৫ মে, ২০২৫
১১ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৭ জিলক্বদ, ১৪৪৬

অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য হতে হবে নিরপেক্ষ: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ১৩:১৫

শেয়ার

অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য হতে হবে নিরপেক্ষ: রিজভী
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য নিরপেক্ষ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ‘কোনো দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। এমনটা হলে জনগণ তা মেনে নেবে না।’

রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কিছু উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছে। তারা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছে। উপদেষ্টারা অর্পিত দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে আমরা প্রতিবাদ করবোই। ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে।’

এ সময় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেয়ার দাবিও জানান রুহুল কবীর রিজভী।

banner close
banner close