
গত কয়েকদিন বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে, উত্তেজনা কমে এসেছে। অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে। ড. ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হোক এটাই জামায়াতের দাবি। একথা বলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (২৩ মে) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পটুয়াখালী জেলা ফোরাম আয়োজিত প্রীতি সমাবেশে একথা বলেন তিনি।
তাহের বলেন, বাংলাদেশ এক কঠিন পরিবর্তনের সন্ধিক্ষণে আছে। এখন সবকিছু ছেড়ে দিয়ে নির্বাচনকে প্রাধান্য দিতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই সংকটের সমাধান হতে পারে। সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছিল। এই সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন। সংস্কারেরও রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, এসব করলে গুজব ও ষড়যন্ত্র কেটে যাবে। সুষ্ঠু নিবাচনের ব্যাপারে জামায়াত কোন আপস করবে না।
অনুষ্ঠানে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কার কাজ করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার ও কালো টাকা জব্দ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতা জীবন দিয়েছে। মানুষের ভোটের অধিকার রক্ষায় প্রয়োজনে আবারও জীবন বাজি রাখা হবে। ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে মানুষের মনে শঙ্কা বেড়েছে। দেশে চাঁদাবাজ ও সন্ত্রাস বেড়ে যাওয়াও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ যেন নির্ভয়ে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। সুষ্ঠু ভোট আয়োজন করতে পারবেন কিনা সে শঙ্কায় প্রধান উপদেষ্টা পদত্যাগ করার কথা জানিয়েছেন। এর দায় শুধু তার নয়, রাজনৈতিক দলগুলোকেও এই দায় নিতে হবে। সুষ্ঠু ভোট নিশ্চিতে জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।
আরও পড়ুন: