
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘যারা গুম-খুন, দুর্নীতির সঙ্গে জড়িত আগে তাদের বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, ‘তাদের বিচার না করে যদি ভোট দেয়া হয় তাহলে খুনিরা কিন্তু আবার রাজপথে বেরিয়ে আসবে। তাই প্রথমত সংস্কার করতে হবে। বিচারের পর আগে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’
মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী বাজারে গণসংযোগ শেষে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, ‘বিগত দিনে যেভাবে গুম-খুন, রাহাজানি মাধ্যমে গোটা দেশকে একটি অস্থিতিশীল অবস্থা করা হয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী সবার প্রত্যাশা হচ্ছে সিস্টেমের পরিবর্তন। সে সিস্টেম রেখে যদি ভোট করা হয় তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এজন্য আমরা মনে করি সংস্কার প্রয়োজন।’
এ সময় গণ-সংযোগে জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: