মঙ্গলবার

২০ মে, ২০২৫
৬ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৩ জিলক্বদ, ১৪৪৬

বৃষ্টিতে ভিজেই শাহবাগ অবরোধ ছাত্রদলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মে, ২০২৫ ১৭:৩৮

আপডেট: ২০ মে, ২০২৫ ১৮:৪৪

শেয়ার

বৃষ্টিতে ভিজেই শাহবাগ অবরোধ ছাত্রদলের
সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ একাধিক দাবিতে বৃষ্টির মধ্যেই ফের শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার  বিকেল ৩টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি আরও উপস্থিত আছেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

শেষ খবর পাওয়া পর্যন্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে অবরোধ চালিয়ে যাচ্ছেন ছাত্রদল নেতাকর্মীরা। ফলে রাজধানীর অন্যতম ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করায় এর আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

গত মঙ্গলবার  দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের ভাই শাহবাগ থানায় মামলা করেছেন।

উল্লেখ্য, শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

banner close
banner close