সোমবার

১৯ মে, ২০২৫
৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
২১ জিলক্বদ, ১৪৪৬

হঠাৎ জয়ের ভারতে যাওয়ার উদ্দেশ্যে কি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে, ২০২৫ ১১:৩৪

শেয়ার

হঠাৎ জয়ের ভারতে যাওয়ার উদ্দেশ্যে কি?
জয়ের ভারত সফর।

সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, তাও আবার এমন সময় যখন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সারা জীবন দেশ প্রেমের বুলি আওরানো হাসিনাতো গত বছরের আগষ্টই দেশ ছেড়ে চোরের মতো পালিয়েছেন। আর তার পুত্র আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার লগ্নে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এবার জয় আসতে যাচ্ছেন ভারতে তার মা বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার সাথে দেখা করতে। এমনটিই জানা গেছে ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে। এর মধ্যে আবার নির্ভরযোগ্য কিছু সূত্রে জানা যাচ্ছে জয়ের ভারত সফরের চাঞ্চল্যকর কিছু কারণ।

বাংলাদেশ জয়ের পাসপোর্ট বাতিল করার পর এবার আমেরিকার পাসপোর্ট নিয়েই ভারতে আসতে যাচ্ছে জয়, এমনটিই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমটি। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিগত মাসের মাথায় এবারই প্রথম দেখা হবে মা-ছেলের। বাংলাদেশ নিয়ে আর আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টায় মা-ছেলের মধ্যে হবে গোপন শলা-পরামর্শ। সেখানে উপস্থিত থাকবেন হাসিনা কন্যা পুতুলও। শুধু তাই নয় ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাবেক সব এমপি-মন্ত্রীদের মিলনমেলা হতে যাচ্ছে দিল্লি এমনটিই জানা যাচ্ছে নির্ভরযোগ্য সূত্রে। এছাড়াও এতে অংশ নিবেন বিশ্বের অন্যান্য দেশে পালিয়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বর্তমান অন্তবর্তী সরকার প্রধান . মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী বছরের ডিসম্বরে না হলে আগমী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। ২৪ এর গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় এতে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। আর এতেই যেনো এখন ফোসকা পড়ছে হাসিনার শরীরে। এই ফ্যাসিস্ট ২৪ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে বিগত ১৬ বছর দেশে যে হত্যা-গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলো তার জন্য একবারও অনুতপ্ত হননি বা ক্ষমা চাননি। বরং বারবার ভারতে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা কূটচালে ব্যস্ত ছিলেন।

আর এখন কট্টর ইসলাম বিদ্বেষী মোদির দেশে বসেই নয়া ষড়যন্ত্রের পায়তার করছেন হাসিনা। তার প্রধান টার্গেট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করা। ইদানিং আবার মাঝেমধ্যেই রাজধানীতে দেখা মেলে স্বৈরাচার হাসিনার দোসরদের। যাদের অনেকেই মিছিল বের করার চেষ্টায় গ্রেফতারও হয়েছেন। হাসিনার দোসররা এর আগেও অনেকভাবে চেষ্টা করেছে দেশকে অস্থিতিশীল করার। কিন্তু তাতে সফলতা পায়নি কোনভাবেই। এবার মা-ছেলের নতুন ষড়যন্ত্রও রুখে দিতে প্রস্তুত ছাত্র-জনতা। হাসিনা বোধহয় ভুলে গেছে জুলাই অভ্যুত্থান, আবারো মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলে ২৪ ফিরে আসবে বারবার।

banner close
banner close