
হত্যাচেষ্টা ও চাঁদা দাবির মামলায় আসামিকে জামিন না দেয়ায় বিচারককে আওয়ামী লীগের দোসর তকমা দিয়েছেন বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী। করেছেন গালিগালাজও।
ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কেরাণীগঞ্জ মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামি আওয়ামী লীগ নেতা হানিফ মেম্বার গত ১২ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক ওই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বৃহস্পতিবার তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী। শনিবার ওই আবেদনের শুনানি নিয়ে বিচারক আদেশ দেয়ার পর গালিগালাজের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কেরানীগঞ্জ মডেল থানার হত্যাচেষ্টা মামলায় হানিফ মেম্বার নামে এক আসামির জামিন শুনানির দিন ধার্য ছিল। খোরশেদ আলমসহ কয়েকজন আইনজীবী জামিন শুনানি করলে আদালত তা না’মঞ্জুর করেন। পরে আইনজীবীরা স্যারের সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ফ্যাসিবাদের দোসর, দালাল বলেন। আদালতের কজলিস্ট ছুড়ে ফেলে দেন।’
তিনি বলেন, ‘স্যার জামিন না’মঞ্জুরের অর্ডার দেন। তখন আইনজীবীরা বিষয়টা পুনর্বিবেচনার আবেদন করেন। স্যার বলেন, অর্ডার তো দিয়ে দিয়েছি। যদি আবার শুনানি করতে চান তাহলে সিজেএম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) স্যারের কাছে স্পেশাল পুট আপ দিতে পারেন। প্রয়োজনে আমি আবার শুনবো। কিন্তু তারা তা না করে শুনানি করতে জোরাজুরি করেন। স্যার বলেন, প্রকাশ্য আদালতে জামিন না’মঞ্জুর হয়েছে। তারা স্যারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, হুমকি দেন।’
আরও পড়ুন: