মঙ্গলবার

১৩ মে, ২০২৫
৩০ বৈশাখ, ১৪৩২
১৫ জিলক্বদ, ১৪৪৬

৪৮ ঘণ্টার মধ্যে জি এম কাদের ও মজিবুল হক চুন্নুকে গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে, ২০২৫ ১৪:২২

শেয়ার

৪৮ ঘণ্টার মধ্যে জি এম কাদের ও মজিবুল হক চুন্নুকে গ্রেফতারের দাবি
ছবি: সংগৃহীত

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর গ্রেফতার দাবি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে দেয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

ওই পোস্টে আবু হানিফ লেখেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নুকে আগামী ৪৮ ঘণ্টার ভেতর গ্রেফতারের দাবি জানাচ্ছি। তাদের দুজনের নামেই জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলা হয়েছে। হত্যা মামলার আসামি হওয়ার পরও কীভাবে তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে, এটা সবচেয়ে অবাক করা বিষয়। তাই আগামী ৪৮ ঘণ্টার ভেতর জি এম কাদের ও চুন্নুকে আটকের দাবি জানাচ্ছি।’

তিনি লেখেন, ‘সরকার উদ্যোগ না নিলে পরবর্তীতে পরিস্থিতি খারাপ হলে এর দায়ও কিন্তু সরকারকেই নিতে হবে।’

আবু হানিফ লেখেন, ‘আওয়ামী লীগ বিগত ১৫ বছর যে এক দলীয় শাসন কায়েম করেছে, দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, ভিন্নমতের ওপর দমনপীড়ন, গুম, খুন হত্যাযজ্ঞ চালিয়েছে, তার জন্য এই জাতীয় পার্টিও সমানভাবে দায়ী।’

banner close
banner close