মঙ্গলবার

১৩ মে, ২০২৫
৩০ বৈশাখ, ১৪৩২
১৫ জিলক্বদ, ১৪৪৬

হাফ ডজন মামলার আসামি মমতাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে, ২০২৫ ১১:৪৭

আপডেট: ১৩ মে, ২০২৫ ১১:৫৩

শেয়ার

হাফ ডজন মামলার আসামি মমতাজ
সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিজ দল আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত-সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখা, ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা-সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতাদের কটাক্ষ করে মন্তব্য করায় ছিলেন বিতর্কের শীর্ষে। মমতাজের বিরুদ্ধে ঢাকাসহ নিজ নির্বাচনী এলাকার থানা ও আদালতে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে হাফ ডজন মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যায় মমতাজ। কিন্ত পালিয়ে থেকেও শেষরক্ষা হলনা মমতাজের।

অবশেষে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মমতাজের নিজ বাড়ি জয়মন্টপ ও পূর্বভাকুম গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে যখন উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় মমতাজ বেগম তখন থেকেই গ্রামের বাড়িতেই অবস্থান করছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের খবর পেয়ে সে ওইদিন বিকালে তার বড় ভাই এবারতের বাড়ি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চরদুর্গাপুর গ্রামে চলে যান। সেখানে দুই মাস থাকার পর কোনো এক সময় ছদ্মবেশ ধারণ করে বোরকা পড়ে অবস্থান বদলে ফেলে আত্মগোপনে চলে যান।

গত ৫ আগস্টের পর সাবেক এই সংসদ সদস্য আত্মগোপনে যাওয়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন থানা ও আদালতে দায়ের করা মামলাগুলোর মধ্যে রাজধানী ঢাকার হাতিরঝিল থানায় একটি, সাভারের আশুলিয়া থানায় একটি, তার নির্বাচনী এলাকার মানিকগঞ্জের হরিরামপুর থানায় একটি, সিংগাইর থানায় দুটি ও মানিকগঞ্জ কোর্টে একটি। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে টিকিট পান তিনি। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন। সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন এ কণ্ঠশিল্পী।

এর আগে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মধ্যদিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম। এরপর  ২০১৪ ও ২০১৮ সালের হাসিনার পাতানো নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

 

banner close
banner close