শনিবার

১০ মে, ২০২৫
২৭ বৈশাখ, ১৪৩২
১৩ জিলক্বদ, ১৪৪৬

শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে, ২০২৫ ১৯:৪১

আপডেট: ১০ মে, ২০২৫ ১৯:৫২

শেয়ার

শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার  
ছবি: সংগৃহীত

কৃষকলীগ নেত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাজধানীর ঝিগাতলা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার, ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।  

তিনি বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টাসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে সকল মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।’

তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

উল্লেখ্য, আশরাফ সিদ্দিকী বিটু ২০১৭ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে ২০২১ সালে তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। তবে ২০২২ সালের ২১ জুলাই তার নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

banner close
banner close