আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে বিগত বছরগুলোতে যারা গুম-খুন-অর্থপাচারের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।’
শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের আবারো রাস্তায় নামতে হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা দুঃখিত যে, আজ আবার রোদের মধ্যে কষ্ট করে ঘাম ঝরিয়ে আমাদেরকে এই দাবি জানাতে হচ্ছে। যারা আমার ভাইকে খুন করেছে, গুম করেছে, যে আমার বোনকে ধর্ষণ করেছে তাদের রাজনীতি বাংলাদেশে চলবে না।’
তিনি বলেন, ‘তারা বিগত ১৬ বছর ধরে হাজার হাজার মানুষকে খুন করেছে। আমাদেরকে তিনটি নির্বাচনে ভোট দিতে দেয়নি। ভোট ডাকাতি করেছে। আওয়ামী লীগ যদি তাদের ভোটাধিকার ফেরত চায় তাহলে আমাদের ১৮ ও ১৪ সালের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারের কথা বলে তাহলে তাদেরকে আমার প্রিয় ভাই আবু সাঈদ ও মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে। সন্তানহারা মায়ের প্রতিবাদের অশ্রুর জবাব তাদের দিতে হবে।’
সর্বদলীয় সভা আহ্বান করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকসহ সর্বাত্মকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে বা রাজনৈতিকভাবেই নিষিদ্ধ করলে হবে না বরং যারা গুম-ঘুনের সঙ্গে জড়িত ছিল তাদেরকেও বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।
আরও পড়ুন:








