
নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছেন আব্দুল বারী ভূঁইয়া। যিনি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে মামলার আবেদন করলে শুনানী শেষে রোববার আদেশের তারিখ ধার্য্য করা হয়।
শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।
বাদিপক্ষের শুনানীতে অংশ নেন আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবীরসহ কয়েকজন আইনজীবী। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন আহমেদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিক উল হককে বিবাদী করা হয়েছে।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজসে জালিয়াতির আশ্রয় নিয়ে বিনা ভোটের মাধ্যমে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে। ওইসব নির্বাচনে জনগণের ভোটাধিকার ছিলো না বরং বাংলাদেশকে অন্য রাষ্ট্রের কাছে নতজানু রাষ্ট্রে পরিণত করতে কারচুপিপূর্ণ নির্বাচন করে। যা রাষ্ট্রদ্রোহের শামিল। মামলায় ৯ জনকে সাক্ষী রাখা হয়েছে।
আরও পড়ুন: