
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগত জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার (০৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখা এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে তিনি লিখেন, ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাগতম।
আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন।
তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’
আরও পড়ুন: