মঙ্গলবার

৬ মে, ২০২৫
২৩ বৈশাখ, ১৪৩২
৮ জিলক্বদ, ১৪৪৬

ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে, ২০২৫ ১০:৩১

আপডেট: ৬ মে, ২০২৫ ১০:৪৬

শেয়ার

ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী
নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা রয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে দেখা গেছে, ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচলে আটকে দেয়া হয়েছে। শুধু পায়ে হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

সোমবার লন্ডনের গ্রিনিচ সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনকে বহন করা কাতার আমিরের দেয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর ৬ টা ৫ মিনিটে দোহা বিমান বন্দর রানওয়ে থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছেন।বেগম খালেদা জিয়াকে বহনকারি বিমানটি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে মঙ্গলবার সকাল ১০টায় অবতরণের কথা রয়েছে।

banner close
banner close