
ছবি: সংগৃহীত
ঢাকার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হককে গ্রেফতার করা হয়েছে।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এদিন সকালে ডিএমপির মিডিয়া শাখার পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখেন নূরুল হক। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, ‘নূরুল হকের বিরুদ্ধে ঢাকা জেলায় এবং রাজধানীতেও মামলা রয়েছে।’
আরও পড়ুন: